কুয়াশার ধোঁয়ায় চারিদিক কেমন ভূতুড়ে সাদা দেখাচ্ছে। সারা স্টেশনে একটা নেড়ি কুকুর ছাড়া আর কেউ নেই। আধাপোড়া সিগারেটগুলো ছড়িয়ে আছে এদিক সেদিক... গায়ে হালকা একটা চাদর জড়িয়ে অহেতুক একটা বেঞ্চে বসে আছি। শূন্য স্টেশন মনের ভেতর কেমন একটা হাহাকার সৃষ্টি করে। ফেলে আসা স্মৃতি গুলো মনের অতল গহ্বর থেকে ডুকরে বেরিয়ে আসতে চায়... হারিয়ে ফেলা স্বাধীনতাটাকে আবার আপন করে টেনে নিতে চায় নিজের ভেতরে... কুয়াশার ধ